খুলনায় ঠিকাদারের বাড়িতে ডাকাতি টাকা-স্বর্ণালঙ্কার লুট, ৪ জন আটক

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানাধীন যোগিপোলে ঠিকাদার আজিজুর রহমান পল্টুর বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- রাজিব, রবিউল, রাসেল ও ইউসুফ। এদের কাছ থেকে বেশ কিছু টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। একাধিক সূত্র জানায়, রাত আড়াইটার দিকে মুখোশধারী ডাকাতরা হানা দেয় আজিজুর রহমান পল্টুর বাড়িতে। তারা প্রথমে পল্টুর মেয়ে তিন্নি’র (১৪) গলায় রামদা ঠেকিয়ে পাশর্^বর্তী পল্টুর ঘরের দরজা খুলতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে ডাকাতরা আলমারি থেকে ১ লাখ ২০ হাজার টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মামলামাল লুট করে পালিয়ে যায়। শুক্রবার সকালে সহকারী পুলিশ কমিশনার বায়েজিত ইবনে আকবর, খানজাহান আলী থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ যোগিপোল এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮ হাজার টাকা, কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ডাকাতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।