যশোরে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন জনকে আটক করেছে যশোর বিজিব’র ৪৯ ব্যাটালিয়নের এর একটি টহল দল। শুক্রবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে খাজুরা বাসস্ট‌্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এ তথ‌্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে যশোর-বেনাপোল রোডে চোরাচালানী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ৩টার দিকে যশোর বিজিবির বিশেষ দল বেনাপোল সীমান্ত হতে ঢাকা গামী একটি প্রাইভেটকার থেকে চোরাচালানী দলটিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ১৫ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। তাদেরকে বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করে। আটককৃতরা হলো শার্শার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরকারের ছেলে মো. শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রানা (২৮), ও রামচন্দ্রপুর গ্রামের গাজীপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন। এ ব্যাপারে যশোর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে বলে জানান কর্নেল সেলিম রেজা।