করোনায় যশোরের ক্রীড়াঙ্গণে বিরাজ করছে সুনশান নীরবতা

0

মাসুদ রানা বাবু ॥ করোনায় সুনশান নীরবতা পালন করছে যশোরের ক্রীড়াঙ্গণ। আগের মতো আর স্টেডিয়ামে নেই কোন খেলা, নেই পড়ন্ত বিকালে ক্রীড়া সংগঠকদের আনাগোনা। দেশের অন্যতম স্টেডিয়াম যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বছরজুড়ে কোন না কোন ইভেন্টের খেলা চলে। হোক সেটি ক্রিকেট, কিংবা ফুটবল। দু’টি ইভেন্টের বিভিন্ন টুর্নামেন্টের খেলা সময়ের ব্যবধানে মাঠে গড়াতে থাকে। অন্যান্য ইভেন্টের বিভন্ন টুর্নামেন্টের খেলাও গড়িয়ে থাকে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পর্যায়ক্রমে প্রিমিয়ার প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এ ও বি ক্রিকেট লীগ দীর্ঘদিন ধরে চলে। এছাড়া জাতীয় ক্রিকেট লীগের খেলা ইয়াং টাইগার জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার খেলা, জাতীয় ক্রিকেটের বিভিন্ন বয়সভিত্তিক খেলা, নিয়মিত চলে। পাশাপাশি আন্তঃউপজেলা ও জাতীয় প্রতিযোগিতার খেলা নিয়মিত মাঠে গড়ায়। স্টেডিয়াম সংলগ্ন নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামেও বছরজুড়ে ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টনের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়ন্ত বিকেলে স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের মিনি ফুটবল খেলা, ভলিবল গ্রাউন্ডে সাবেক খেলোয়াড়দের ভলিবল খেলা বছরজুড়ে হয়ে থাকে। কিন্তু প্রাণঘাতী এই করোনা থামিয়ে দিয়েছে সকল খেলাধুলা। যে কারণে যশোরের ক্রীড়াঙ্গণে বিরাজ করছে নীরবতা। নেই ক্রিকেটের ব্যাট-বলের আওয়াজ কিংবা ফুটবলের বুটের আওয়াজ। গ্যালারিতে নেই ক্রীড়ামোদী দর্শক সমর্থকদের বাঁশির আওয়াজ কিংবা নিজ দলের সেরা খেলোয়াড়কে হাত নেড়ে অভিবাদন জানানোর দৃশ্য। নেই পড়ন্ত বিকেলে ক্রীড়া সাংবাদিকদের আড্ডা।