মনিরামপুরে একদিনে দুই স্বাস্থ্যকর্মীসহ ৭ জন করোনায় আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে একদিনে দুই স্বাস্থ্যকমঅীসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে মনিরামপুরে করোনা আক্রান্তের সংখ্যা হলো ২৯ জন।
ডা. শুভ্রা রানী দেবনাথ জানান, ২৭ জুন ১৫ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য সিভিল সার্জনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়। মঙ্গলবার ১৫ জনের রিপোর্ট আসলে সাতজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্ত সাতজন হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুচিত্রা বিশ^াস, ইপিআই টিকা বহনকারী ইসহাক আলী, পৌরশহরের কামালপুর এলাকার মাইক্রোচালক সোবহান আলীর স্ত্রী তাসলিমা বেগম, মোহনপুর এলাকার রবিউল ইসলাম, উপজেলার লাউড়ি গ্রামের আজিজুর রহমান, জামলা গ্রামের জোনাব আলী ও দেবিদাসপুর গ্রামের সুবর্ণা মোস্তফা। সাত জনকেই তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত মনিরামপুর থেকে মোট ২৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। ইতিমধ্যে ১৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান জানান, করোনায় আক্রাস্ত সাতজনের বাড়ি লকডাউন করা হয়েছে।