কালীগঞ্জে চাচাতে ভাইদের হামলায় হত : যশোরে দুই উপজেলায় দু’জন ভাইয়ের হাতে খুন

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরে ভাইয়েদের হাতে খুন হয়েছেন দুই ব্যক্তি। কেশবপুর ও বাঘারপাড়া উপজেলায় মঙ্গলবার সকালে ও সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে চাচাতো ভাইয়েদের হাতে খুন হয়েছেন আরও এক ব্যক্তি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, কেশবপুরের দোরমুটিয়া গ্রামের কওছার আলীর সাথে বসতভিটার জমি নিয়ে ভাই মকছেদ আলীর বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে মকছেদ আলী বাড়ি নির্মাণের কাজ করতে গেলে বাধা দেয় বড়ভাই কওছার আলী। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী ও তার ছেলে সুইটের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাশ দিয়ে কওছার আলীর মাথায় আঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অন্যান্যরা। সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার, কেশবপুর থেকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া আক্তার জানান,মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, কওছার আলীকে ধাক্কা দিলে তিনি ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মকছেদ আলীর স্ত্রী শেফালী বেগমকে আটক করেছে বলে জানান কেশবপুর থানার ওসি জসিমউদ্দীন জানান।
অপরদিকে বাঘারপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত যুবকের নাম রিপন হোসেন (৩০)। অভিযুক্ত বিপব হোসেনকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। তারা দুইজন উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে। নিহত রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, তার ভাসুর বিপ্লব হোসেন প্রায় নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সঙ্গে গণ্ডগোল হতো। সোমবার রাত ১২টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পেছনে আঘাত করে। এতে রিপন মাটিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম রুবেল বলেন, রাত একটার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান দিয়ে রক্ত ঝরছিল। বাম চোখের নিচে রক্ত জমে ছিল।বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এছাড়া অভিযুক্ত ভাই বিপ্লবকে মঙ্গলবার সকালে পাশের জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ থেকে জানান,ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ওমর আলী (২০) নামে একজন নিহত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে সোমবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওমর আলী মোল্লাডাঙ্গা গ্রামের শফি উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সোমবার বিকেল ৪ টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচাতো ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে পিটিয়ে ওমর আলীকে জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে সোমবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।