যশোরে রেড জোনভুক্ত এলাকায় লকডাউন কার্যকরের সিদ্ধান্ত উপজেলা পরিষদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রেড জোনভুক্ত এলাকায় সঠিকভাবে লকডাউন কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উপজেলা পরিষদ। মঙ্গলবার সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় আলোচনা হয়। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ইউপি চেয়ারম্যান এস.এম আফজাল হোসেন, মোদাচ্ছের আলী, এহসানুর রহমান লিটু, সিরাজুল ইসলাম, মশিয়ার রহমান সাগর, নাছরিন সুলতানা, আলীমুজ্জামান মিলন, রিয়াজুল ইসলাম খান রাসেল, আনিচুর রহমান আনিস প্রমুখ।