পাইকগাছার চাঁদখালী চৌমুহনি রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কালুয়া হতে চৌমুহনি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ইটের সলিং রাস্তা দিয়ে চলাচল করতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃৃষ্টি হলেই ওই রাস্তায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গাসহ চাঁদখালী ইউপির ৬ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। চলাচল করে বিভিন্ন প্রকার শ শ যানবাহন। অথচ একটু বৃষ্টি হলেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মানুষের হেঁটে চলা ছাড়া বিকল্প কোন উপায় থাকে না। অ্যাড. সোহরাব আলী সানা সংসদ সদস্য থাকাকালে কিছু ইটের কাজ হলেও এরপর থেকে এদিকে ফিরে তাকাননি কেউ। সরেজমিনে জানা যায়, ইটের রাস্তাটির অনেক অংশ থেকে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নেতা স্থানীয় জি.এম ইকরামুল ইসলাম জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা এ রাস্তায় বরাদ্দ বা নির্মাণে আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেননি। এলাকাবাসী এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।