খুলনায় করোনায় ৫ জনের মৃত্যু

0

খুলনা সংবাদদাতা॥ খুলনায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একইদিনে দুই ব্যবসায়ীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দিনগত রাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। খুলনায় করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী গত ১৯ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, গত ২৩ জুন নগরীর দোলখোলা এলাকার সমর দাস (৬৭) করোনা হাসপাতালে ভর্তি হন। রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। আর ২৬ জুন করোনা হাসপাতালে হন ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫)। তিনি মারা যান রাত সোয়া ৭টার দিকে।
অপরদিকে, ২৩ জুন নগরীর আযম খান কমার্স কলেজ সংলগ্ন বাবু খান রোডের ডিপার্টমেন্টাল স্টোর ‘আসাদ স্টোরের’ মালিক আনিসুর রহমান করোনা হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ। এছাড়া, নগরীর শান্তিধাম মোড়ের ব্যবসাপ্রতিষ্ঠান ‘হালিম বুক বাইন্ডিংয়ের’ স্বত্বাধিকারী আব্দুল হালিম রাতে নিজ বাসভবনে মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন বলে তার স্বজনরা নিশ্চিত করেছেন।