কেশবপুরের অবৈধভাবে গড়ে ওঠা পশু হাট বন্ধের দাবি সরকার হারাচ্ছে রাজস্ব

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর (যশোর ) ॥ যশোরের কেশবপুরের সাতবাড়িয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা পশু হাটটি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসি। হাটটি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হলেও হাটটি বন্ধে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ। কেশবপুর উপজেলার ত্রিমোহিনি ইউনিয়নের সরসকাটি বাজারের পশু হাটটি দীর্ঘ দিন ধরে পরিচালিত হয়ে আসছে। এলাকার একজন জনপ্রতিনিধির নের্তৃত্বে প্রভাবশালী একটি মহল সরকারি নিয়ম নিতীর কোন তোয়াক্কা না করে ৩ কিলোমিটার দুরের সাকবাড়িয়া বাজারে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার পশু হাট বসিয়ে অবৈধ ভাবে টাকা উপার্জন করে চলেছে। এ হাট পরিচালনায় সরকারি কোন অনুওমোদন না নিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে চলেছে তারা বলে অভিযোগ। এলাকাবাসি তাদের গ্রামীণ অবকাঠামো রাস্তা ঘাট রক্ষায় এবং সরকারের নিয়ম নিতী মোতাবেক বৈধভাবে নেয়া ত্রিমোহিনী হাটটি সচল রাখতে সাতবাড়িয়া বাজারে চলা পশু হাট বন্ধের দাবি জানিয়েছেন । সরকারে নিয়ম নিতীর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সতবাড়িয়া হাটটি বহাল থাকায় দীর্ঘ দিনে প্রাচীন বৈধ সরসকাটি হাটটি আজ মৃত প্রায় অবস্থা । এ অবস্থা থেকে হাটটি বাঁচাতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। #