ভোমরা স্থলবন্দরে যাতায়াত শুরু

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ২ মাস ২২ দিন বন্ধের পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাসপোর্টধারি যাত্রী আসা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভারতে অবস্থান করা ৮ জন সাতক্ষীরার নাগরিক ভোমরা বন্দর দিয়ে দেশে ফিরেছেন। যদিও বেনাপোল বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে পাসপোর্টধারীদের দেশে ফেরত আসার সুযোগ ছিল।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল শেষ পাসপোর্টধারী যাত্রীরা দেশে আসার সুযোগ পায়। ৭ এপ্রিল থেকে বিজিবি’র আপত্তির কারনে ভোমরা বন্দর দিয়ে সকল যাত্রী আসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে ভারত থেকে যাত্রী আসা বন্ধ ছিল।  ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ সরকার বলেন, ভারত থেকে ২ মাস ২২ দিন পর পাসপোধধারী যাত্রী ফিরে এসেছেন। এদের সকলের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। ভারত থেকে তাদের স্বাস্থ্য সনদ দেয়ার পর তাদের গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত কারও শরীরে যদি কোনো উপসর্গ থাকে চিকিৎসকের মাধ্যমে তাদের হোম করেন্টাইন নিশ্চিত করা হবে জানান তিনি। এদিকে গত ১৩ মার্চ থেকে ভারতে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে। যা এখনও বহাল রয়েছে। এদিকে করোনা পরিস্থিতির কারনে ভোমরা স্থলবন্দর দিয়ে গত ২৫ মার্চ থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। অনেক আলাপ আলোচনার পর গত ২০ জুন থেকে ভারত থেকে মালামাল আমদানী করা শুরু হয়। সোমবার থেকে বাংলাদেশ থেকে ভারতে মালামাল রপ্তানী কার্যক্রমও শুরু হয়েছে। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান দীর্ঘ ৩ মার্স ৪ দিন পর রপ্তানী কার্যক্রম শুরু হল। এখন থেকে স্বাভাবিক হতে শুরু করবে ভোমরা স্থল বন্দর।