শ্যামনগরে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. শুকুর আলী গাজী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকাল ৯ টায় খুলনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ডাক্তার অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ জুন চেয়ারম্যান শুকুর আলীর নমুনা সংগ্রহ করা হয়। তার দেহে করোনা শনাক্ত হওয়ায় নিজ বাড়িতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যানের দেহে করোনা শনাক্ত হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।