মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের ইন্তিকাল

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ শনিবার সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তিনি মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহসভাপতি অ্যাড. মো. শাহ-ই-আলম বাচ্চু’র চাচা। রোববার সকালে তুলাতলা বড়বাড়ী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা রায়হান কবির, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুন নাহার, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সমাজসেবক তাজুল ইসলামসহ অনেকে।