পাইকগাছায় শিক্ষকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় এক স্কুল শিক্ষকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। দাবিকৃত টাকা না দিলে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় ২জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষক। জানা যায়, ডুমুরিয়া উপজেলায় বাড়ি দাবি করে জিল্লুর রহমান ও সুদিন কুমার পরিচয়ে ০১৯২২-৯৯৭৫৪০ এবং ০১৭১৮-০২২৫৯৩ নম্বর থেকে স্কুল শিক সুকৃতি মোহন সরদারের ০১৯৮৬-৯১১৯৫০ ও ০১৯১৫-৭৩২৪৬৬ নম্বর মোবাইলে ফোন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে জীবননাশেরও হুমকি দেয় তারা। সোমবার ওই শিক বাদী হয়ে জিল্লু ও সুদিনের বিরুদ্ধে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।