সাতক্ষীরায় করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনে । যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। রোববার (২৮ জুন ) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার। তিনি জানান, গেলো রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজী মতিন (৮০) ও শুক্রবার (২৬ জুন ) ভোরে তালা উপজেলার বারুইহাটি গ্রামের বজলুর রহমান গাজী (৪০) ভোরে নিজ নিজ বাড়িতে তারা মারা যান। তারা করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত (২৩ জুন) সকালে দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের অনিল বিশ্বাস (৭০) দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।