সাতক্ষীরায় বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদা’র ইন্তিকাল : মির্জা ফখরুলের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বেলা তিনটায় সাতক্ষীরা সিবি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, এদিন সকালে অসুস্থ বোধ করেন বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদা। বেলা ১২ টার দিকে তাকে সিবি হসপিটালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে সূত্র জানিয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আলাদা শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আরও শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একই সাথে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।