শার্শায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষকে বিএনপির সহায়তা

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ ঘূণিৃঝড় আম্পানে যশোরের শার্শা উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও বিএনপি নেতা মহসিন কবীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলার অসহায় পরিবারের গৃহ সংস্কারের জন্য প্রথম পর্বে শনিবার থেকে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম । প্রথম পর্বে ১৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এ তরুণ নেতা মহাসিন কবীর। প্রথম দিন ৩টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌছে দেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সিদ্দিকী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল কাদের খাঁন, বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম শাহী, বেনাপোল যুবদল নেতা রায়হানুজ্জামান দীপু, উলাশী ইউনিয়ন বিএনপি নেতা শরিফুল আলম মুকুল, বেনাপোল পৌর ছাত্রদল নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ আহম্মেদ ও পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন প্রমুখ। এ ব্যাপারে বিএনপি নেতা মহসিন কবীর বলেন করোনা ভাইরাসে স্বল্প আয়ের মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময়ে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বহু মানুষ গৃহহীন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সর্বমোট ১০৮টি ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে গৃহ সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।