চুয়াাডাঙ্গায় সবজি চাষে প্রণোদনা পাচ্ছেন ৯৯২ জন কৃষক

0

রিফাত রহমান (চুয়াডাঙ্গা) ॥ চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় সবজি চাষে প্রণোদনা পাচ্ছেন ৯৯২ জন কৃষক। সেই সঙ্গে তারা পাবেন জনপ্রতি ১ হাজার ৯৩৫ টাকা। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান জানান, প্রধানমন্ত্রী বসত বাড়ির আঙিনায় সবজি চাষের বিষয়টি আলোকপাত করার পর এ চাষের ওপর প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কৃষককে শাক, শিম, করলা, ঝিঙ্গে, মুলো, বেগুন, লাউ, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা প্রভৃতি সবজি চাষে প্রণোদনা দেওয়া হবে। তাদের ব্যাংক হিসাবে নগদ টাকা চলে যাবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৮৪ জন কৃষককে ৩ লাখ ৫৬ হাজার ৪০ টাকা, আলমডাঙ্গা উপজেলায় ৩৯০ জন কৃষককে ৭ লাখ ৫৪ হাজার ৬৫০ টাকা, দামুড়হুদা উপজেলায় ২০৮ জন কৃষককে ৪ লাখ ২ হাজার ৪৮০ টাকা ও জীবননগর উপজেলায় ২১০ জন কৃষককে ৪ লাখ ৬ হাজার ৩৫০ টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, সবজি প্রণোদনার আওতায় প্রত্যেকটি কৃষকের জমি থাকতে হবে। ওই জমিতে ৫টি বেড় থাকবে।