বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে, মৃত ৫ লাখ

0

লোকসমাজ ডেস্ক॥ জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ। এই ভাইরাসের সংক্রমণে বিশ্ব তছনছ। এলোমেলো হয়ে গেছে অর্থনীতি। এমন অবস্থায় অনেক দেশ লকডাউন শিথিল করেছে বা করছে। ফলে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে অনেক স্থানে। এমন অবস্থায় অনেক স্থানে নতুন করে লকডাউন দেয়া হচ্ছে। চীনের রাজধানী বেইজিংয়ের কাছে একটি এলাকা লকডাউন করা হয়েছে। এর আওতায় পড়েছেন ৫ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লাখ। সেখানে মারা গেছেন কমপক্ষে এক লাখ ২৫ হাজার মানুষ। ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা রাজধানী দিল্লি। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৭৩ হাজার মানুষ। আর মারা গেছেন কমপক্ষে ২৫০০ জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাসে নতুন করে সংক্রমণ বন্ধে কঠোরতা দেয়া হয়েছে। বৃটেনের লেস্টারে করোনা সংক্রমণ বৃদ্ধি পওয়ায় সেখানে লকডাউন দেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।