কলারোয়া সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে চার কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকরা স্বর্ণের বারের বাজার আনুমানিক মূল্য ২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা। রোববার (২৮ জুন) সকালে বিজিবির একটি টহল দল এ স্বর্ণের চালানটি জব্দ করেছে। তবে এ সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নুর আলমসহ বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন ২৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। মহিউদ্দিন খন্দকার আরও জানান, জব্দকরা স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা। তবে বিজিবি এ সময় কোনো স্বর্ণ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।