চিলিতে উত্তোলন কমতে পারে ৩.৫%

0

লোকসনাজ ডেস্ক॥চিলি বিশ্বের শীর্ষ তামা উত্তোলনকারী দেশ। চলতি বছরের শুরু থেকেই দেশটির তামা উত্তোলনে মন্দা ভাব বজায় রয়েছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশটিতে ধাতব পণ্যটির উত্তোলন হ্রাসে প্রধান প্রভাবক হিসেবে কাজ করছে। খবর রয়টার্স।চিলির খনিজসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, ২০২০ সালে দেশটির খনিগুলো থেকে তামার উত্তোলন দুই লাখ টন কমে যেতে পারে, আগের বছরের তুলনায় যা ৩ দশমিক ৫ শতাংশ কম। যদিও ভাইরাসের সংক্রমণ ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর চূড়ান্ত হিসাব নির্ভর করছে।
কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি চিলির রাষ্ট্রায়ত্ত তামা খনি কোম্পানি কোডেলকো তাদের দ্বিতীয় বৃহত্তম তামা খনি থেকে ধাতুটির উত্তোলন ও পরিশোধন কার্যক্রম স্থগিত করেছে। এ বিষয়ে দেশটির খনিজসম্পদ মন্ত্রী বেলদো প্রকুরিকা বলেন, শ্রমিকরা তাদের মূল পুঁজি। তাই তাদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশটির খনিজসম্পদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে কোডেলকোর শ্রমিকও রয়েছেন।
চিলির জিডিপির ১০ শতাংশ ও মোট রফতানি আয়ের ৫০ শতাংশ আসে তামা থেকে। ধাতব পণ্যটির উত্তোলন ও রফতানি কমায় এ বছর বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে দেশটির অর্থনীতি। এদিকে চিলি থেকে সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ২৬ জুন পণ্যটির দাম বেড়ে পাঁচ মাসের সর্বোচ্চে উঠেছে। ২০১৯ সালে চিলি মোট ৫৮ লাখ টন তামা উত্তোলন করেছিল।