নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী মুকুলের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী মুকুল ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মা, স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, চার ভাই, পাঁচ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ভাই সদর উপজেলা ছাত্রলীগ নেতা মুমেল হোসেন জানান, রুস্তম আলী মুকুল ইউনিয়নের শেখহাটি গ্রামস্থ নিজ বাসভবনে রাত ১২টার কিছু সময় আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদজোহর যশোর সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহর, সদর উপজেলা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।