ঝিকরগাছায় আরো ৩ জনসহ মোট আক্রান্ত ৩০

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত একজনসহ নতুন করে আরও তিন ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। নতুন এই ৩ জনসহ উপজেলায় মোট ৩০ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম জানান, শনিবারের রিপোর্টে উপজেলায় তিনজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা হলেন ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের খলিফাপাড়ার বাসিন্দা কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম (৬৯), ঝিকরগাছা সোনালী ব্যাংকে কর্মরত উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের মোস্তাফিজুর রহমান (৩১) ও যশোর পালবাড়ি এলাকার চাকলাদার ভবনের বাসিন্দা জহির রায়হান (৪৩)।