ঝিনাইদহে ইয়াবাসহ কলারোয়ার মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা এলাকা থেকে রুহুল কুদ্দুস নামে সাতক্ষীরার এক মাদক ব্যবসায়ীকে আটক বরেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ টি মোবাইল ফোন সেট, ৭ টি সিমকার্ড ও একটি এফআরটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক রুহুল কুদ্দুস সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের শাহজান সরদারের ছেলে।
ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল তেতুলতলা বাজারস্থ এসবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রুহুল কুদ্দুসকে আটক করে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।