১৩ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥ প্রতিদিনের হিসেবে গত তেরো দিনের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে। গতকাল শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম। বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি এই সময়ের মধ্যেই রয়েছে; ৫৩ জন (১৬ জুন)। চার দিন মৃত্যুর সংখ্যা ছিল চল্লিশ বা এর ওপরে। সবশেষ শনিবার ছাড়া মৃত্যুর সংখ্যা ৩৭ জনের নিচে নামেনি একদিনও।
এর আগে দেশে একদিনে সবচেয়ে কম ৩২ মৃত্যু ছিল ১৪ জুন। সবশেষ চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩২ জনই পুরুষ, ২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন; রাজশাহী ও সিলেট বিভাগের চারজন করে, রংপুর বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাড়িতে চারজনের। বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছরের মধ্যে, ৭১-৮০ বছর বয়সের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের, ছয়জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছরের মধ্যে ২১-৩০ ও ৩১-৪০ বছরের মধ্যে রয়েছেন একজন করে। এই সময়ে ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীা করে অতি ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫০৪ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৭৮ জন। আর নতুন ১ হাজার ১৮৫ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৪ হাজার ৪৩১৮ জন। চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীার বিবেচনায় শনাক্তের হার ২৩.১২ শতাংশ; মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৩৪.৫৪ শতাংশ।