দুই খু‌নের প্রতিবা‌দে ঢা‌বি‌তে ছাত্রদ‌লের মানববন্ধন

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৯ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া খাতুন হত্যা এবং মাদক ব্যবসার প্রতিবাদ করায় চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রদল নেতা মীর সাদেক অভি। দে‌শের চাঞ্চল্যকর এই দুই খু‌নের প্রতিবা‌দে মানবন্ধন ক‌রে‌ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় হত্যায় জ‌ড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি জানান তারা। শ‌নিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আ‌য়ো‌জিত মানববন্ধন থে‌কে এ দা‌বি জানা‌নো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমান উল্লাহ আমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আকতার হোসেন, জহির উদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, সজীব মজুমদার, এ বি এম এজাজুল কবির রুয়েল, শাফি ইসলাম, হাসান আল আরিফ, রিয়াদ রহমান, আরিফুল ইসলাম আরিফ, এস এম মাহমুদুল হাসান রনি, আবুল বাসার, মো: হাসান, আহবায়ক কমিটির সদস্য মো: ইউনুছ পিটু, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, নাছির উদ্দীন শাওন, রাজু আহমেদ, মানসুরা আলম, কানেতা ইয়া লাম লাম, মো: আল আমিন, জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি আবদুল জলিল আমিনুল, হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি মো: ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জগন্নাথ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ শান্ত, ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর হলের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, কবি জসীমউদ্দিন হলের সাধারণ সম্পাদক সৈকত মোর্শেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাওছার, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জসীম খান, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হোসেন অনিক, সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, এস এম হলের জোবায়ের হোসেন, স্যার এএফ রহমান হলের প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম রাসেল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সোয়াইব আহমেদ অমি, বিজয় একাত্তর হলের ছাত্রদল কর্মী আরাফাত সোয়েবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ ব‌লেন, শুধু সুমাইয়া বা অভির হত্যাই নয়, বরং প্রায় এমন ঘটনা ঘট‌ছে আমাদের চো‌খের সাম‌নেই। কিন্তু এসব ঘটনার কো‌নো বিচার হয় না। তাই খুনী-সন্ত্রাসীরা সমা‌জে বুক ফু‌লি‌য়ে চ‌লে, এমন ঘটনার পূণরাবৃ‌ত্তি ঘটায়। সন্ত্রাসী‌দের দৌরাত্ম এবং এমন খু‌নের দায়ভার সরকার‌কেই নি‌তে হ‌বে। আমরা চাই অন‌তি‌বিল‌ম্বে দোষী‌দের‌কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দেয়া হোক।