সাতক্ষীরায় কাবিখার ৪০ মেট্রিক টন গম উদ্ধার, আটক ৪

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাচারের সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ৪০ মেট্রিক টন (৬৫৫ বস্তা) গম উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা শহরের বাঁকাল চেকপোস্ট এবং পাটকেলঘাটা উপজেলার একটি গোডাউনে অভিযান চালিয়ে শুক্রবার (২৬ জুন) বিকেলে এসব গম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে রাস্তা সংস্কারের কাজ না করে বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট থেকে তা উদ্ধার করা হয়। এর আগে পাটকেলঘাটার একটি গোডাউন থেকেও এক ট্রাক গম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তিনি জানান, সরকারি গম পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেন্বর শহিদুল ইসলাম, তার সহযোগী আব্দুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করেছে। এর সঙ্গে জড়িত দুইজন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দুদুকের খুলনা সমন্বিত কার্যালয়ের পরিদর্শক নীল কমল পাল ও বিজন কুমার সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেছেন।