‘বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে’

0

লোকসমাজ ডেস্ক॥ বলিউড অভিনেত্রী অনু আগরওয়াল। ‘আশিকি’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান। কিন্তু এক সড়ক দুর্ঘটনা তার সবকিছু বদলে দেয়। এরপর ধীরে ধীরে মিডিয়া থেকে হারিয়ে যান তিনি। এক সাক্ষাৎকারে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। অনু আগরওয়াল বলেন, “খ্যাতি পাওয়ার পর আমাকে ‘ডার্লিং অব মিডিয়া’ বলা হতো। এই তকমাটা খুবই সুন্দর কিন্তু অনেক আজেবাজে কথাও লেখা হতো, এমনকি আমার ব্যক্তিগত জীবন নিয়েও। কোনো কিছু বাদ দিত না। ‘সে হাঁচি দিয়েছে, একা ঘুরতে বের হয়েছে, সে সিগারেট জ্বালিয়েছে এবং তার প্রেমের সম্পর্ক রয়েছে’— অনেক কিছু লেখা হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।” তিনি আরো বলেন, ‘অন্য একজনকে জড়িয়ে আমাকে নিয়ে লেখা হয় এবং বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে। আমি ভাবছিলাম, এতে আমার কী দোষ? তখন সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। আমাদের মিডিয়ার ওপরই নির্ভরশীল থাকতে হতো। তারা যা লেখত সেটিই সত্যি বলে গণ্য হতো। কিন্তু আমি সবকিছু হাসিখুশিভাবে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ প্রেমের সম্পর্ক নিয়ে হাতাশা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে, রিক (প্রাক্তন বয়ফ্রেন্ড) আমাকে ভালোভাবেই জানত। তার বোঝা উচিত ছিল মিডিয়া অনেক উল্টাপাল্টা কথা লেখে। সে যদি সেগুলোই বিশ্বাস করে, তাহলে সত্যিই কি আমাকে ভালোবেসেছিল? আমি সত্যিই অনেক কষ্ট পেয়েছিলাম এবং অনেক কেঁদেছি। এই অবিশ্বাস প্রেমের সম্পর্কের ব্যাপারে আমার নেতিবাচক ধারণা তৈরি করেছে।’