কোহলির সাফল্যের রহস্য জানালেন হার্দিক পান্ডিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ বর্তমান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নাম বিরাট কোহলি। বছরের পর বছর ধারাবাহিকভাবে সব ফরম্যাটে ভালো খেলে চলেছেন। তিন ফরম্যাটেই শীর্ষ ব্যাটসম্যান হওয়ার খুব কাছাকাছিও পৌঁছেছেন। তাঁর এই সাফল্যের রহস্য কী?
সতীর্থ হার্দিক পান্ডিয়া জানালেন সে উত্তর। বৃহস্পতিবার বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উঠতি ক্রিকেটারদের পরামর্শ দেন পান্ডিয়া। যেখানে তিনি কোহলির কাছ থেকে পাওয়া এক শিক্ষা তাদের সঙ্গে ভাগাভাগি করেন। জানিয়েছেন, অন্যের ব্যর্থতা নয়। বরং নিজের ভালো করতে চাওয়ার প্রবল ইচ্ছা থাকবে। সাফল্যের সর্বোচ্চ শিখরে ওঠার প্রবল ক্ষুধা থাকতে হবে। আর তাহলেই কেবল ধরা দেবে সাফল্য। এই সময় হার্দিকের সঙ্গে বড় ভাই ক্রুনালও ছিল। তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হার্দিক বলেন, ‘মাত্র দুদিন আগেই বিরাট কোহলির সঙ্গে কথা হচ্ছিল আমার। তাকে একটা কথা জিজ্ঞেস করলাম, যা আগে কখনও করিনি, ‘আপনার সাফল্যের রহস্য কি?’ এরপরে আরও যোগ করেন, ‘কোহলি জবাব দিলেন, ‘দেখো, তোমার মানসিকতা ভালো, বাকি সবকিছুও আছে, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, গন্তব্যে পৌঁছতে প্রয়োজন ধারাবাহিকতা। এক নম্বর হওয়ার প্রবল ক্ষুধা থাকতে হবে। কাউকে নিচে নামানোর মানসিকতা না বরং নিজের পরিশ্রম ও সামর্থ্য দিয়ে সঠিক পথে এক নম্বর হওয়ার লক্ষ্য রাখতে হবে।’ তাঁর এই কথায় বুঝা যায়, কীভাবে তিনি এত ধারাবাহিক হলেন।’
হার্দিক এদিন কেবল কোহলি নয় দলের অন্য গ্রেট ক্রিকেটারের উদাহরণ টেনে আরও যোগ করেন, ‘মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা এত ধারাবাহিক কিভাবে! কারণ তারা কখনোই দুই নম্বরে থাকতে চান না। কখনও যদি তারা পেছনে পড়ে যান, আরও কঠোর পরিশ্রম করে তারা এক নম্বর হতে চান।’ এরপর তরুণদের পরামর্শ দেন হার্দিক পান্ডিয়া। তাঁর ভাষ্যে, ‘সেরা হওয়ার তাড়না থাকতে হবে তোমাদেরও। যেটাই করো, সেরা হতে হবে। অনুশীলন করলে প্রবল ইচ্ছাতে সেটি করতে হবে। আর সফল হতে হলে নিজের সঙ্গে লড়াই করা গুরুত্বপূর্ণ।’