করোনায় সাউথ পয়েন্টে শিশুদের ভর্তি পরীক্ষা

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিশুদের ভর্তি পরীক্ষা নিয়েছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখা। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী বলেন, ‘এটা আমাদের একটি মিসটেক। এ বিপদের সময় এমন আয়োজন দুঃখজনক। আমি ওই শাখার প্রধানের সঙ্গে কথা বলেছি। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমিও সবার কাছে এমন ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।’ এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিবাগ শাখার উপাধ্যক্ষ শাহনাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিভাবকরা জানিয়েছেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি পরীক্ষায় সন্তানদের অংশ নিতে নিয়ে এসেছিলেন। তবে করোনার মধ্যে এ আয়োজনের সমালোচনাও করেন তারা। ঢাকার উত্তরা, বনানী, মিরপুর, মালিবাগ ও বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শাখা রয়েছে। সব শাখা মিলিয়ে প্রায় সাড়ে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে।