লোকসমাজ’র সাবেক এজেন্ট লিটনের পরিবারকে মিজান খানের সহায়তা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ দৈনিক লোকসমাজ’র ঝিকরগাছার সাবেক এজেন্ট ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মরহুম আক্তারুল ইসলাম লিটনের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। যশোর জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান খানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল বাকার, সাবেক ছাত্রনেতা রাশেদুল মমিন সুজন, ইসমাইল হোসেন সোহাগ, নাজমুল হক নাজু, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রনেতা নাজমুল আরাফাত রাচি প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার ভোরে আক্তারুল ইসলাম লিটন ইন্তিকাল করেন।