মেহেরপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত, উপসর্গে একজনের মৃত্যু

0

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান। তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২০টি নমুনা পরীার ফল পাওয়া গেছে। এর মধ্যে মেহেরপুর শহরের পাঁচ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। সিভিল সার্জন বলেন, ‘এ পর্যন্ত জেলায় ১৭শ’ ৬২টি নমুনা পরীার ফলাফলে ৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মেহেরপুর সদরে ৩০ জন, গাংনীতে ২২ জন এবং মুজিবনগরে ছয় জন রয়েছেন। আর করোনায় মারা গেছেন মেহেরপুরে দুই জন, গাংনীতে দুই ও মুজিবনগরে একজন। অপরদিকে সুস্থ হয়েছেন ২১ জন। এর মধ্যে মেহেরপুরে ১১ জন, গাংনীতে ৯ জন ও মুজিবনগরে দুই জন রয়েছেন। বর্তমানে মেহেরপুর জেলায় ৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। এদিকে, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাক্তার রেজওয়ান আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে আনন্দবাস গ্রামের পচা বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাসের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ৩টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়।