এক মামলা একাধিক আদালতে নয়: হাইকোর্ট

0

লোকসমাজ ডেস্ক॥ একই বিষয়ে একই মামলা দুই-তিনটি আদালতে দাখিল না করার নির্দেশ দিয়েছেন ভার্জুয়াল হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এসময় রাষ্ট্রপে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ।
পরে ড. মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ভার্চুয়াল কোর্টে ই-মেইলযোগে সংশ্লিষ্ট বেঞ্চে মামলা দাখিল করতে হয়। কিন্তু সম্প্রতি ল্য করা গেছে, কয়েকজন আইনজীবী একই বিষয়ে একই মামলা বিভিন্ন ভার্চুয়াল কোর্টে দাখিল করে থাকেন। এর ফলে একটি মামলা একটি কোর্টে শুনানি হওয়ার পর আবারও অন্য একটি বেঞ্চে শুনানির তাগিদ দেওয়া হয়। ল্য করা গেছে, একটি মামলায় একটি বেঞ্চ নির্দেশ দিয়েছেন– সেটিকে নিয়মিত বেঞ্চে (কোর্ট খোলার পর) উত্থাপন করার, কিন্তু সেই তথ্য গোপন করে কেউ কেউ আবারও মামলাটি অন্য বেঞ্চে দাখিল করেন। ফলে হাইকোর্টকে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়।’ তিনি আরও বলেন, ‘এ কারণেই বিচারপতি জাহাঙ্গীর হোসেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে আদেশ দিয়েছেন— একটি বিজ্ঞপ্তি দেওয়ার জন্যে। যাতে করে এই ধরনের অপতৎপরতা বন্ধ হয়। বিশেষ করে একই মামলা দুই-তিনবার যেন পাঠানো না হয়। একই মামলা দুই-তিন কোর্টে যেন দাখিল করা না হয় এবং একটি কোর্টে আদেশ হয়ে গেলে, সেটিকে গোপন করে আবারও আরেকটি কোর্টে যেন প্রেরণ করা বা উত্থাপন করা না হয়।’