রাতারাতি লাখপতি হয়ে উঠলেন তানজানিয়ার খনি শ্রমিক

0

লোকসমাজ ডেস্ক॥ তানজানিয়ার ছোট-পরিসরের এক খনি শ্রমিক সানিনু লাইজার রাতারাতি লাখপতি হয়ে উঠেছেন। চলতি সপ্তাহে তিনি খুঁজে পেয়েছিলেন দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দুটি তানজানাইট রত্ন পাথর। রত্ন পাথর বিষয়ক মন্ত্রণালয়ের কাছে পাথর ১৫ কেজি ওজনের ওই দুটি বিক্রি করে লাইজার পেয়েছেন ৩৪ লাখ ডলার। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, রত্ন পাথর তানজানাইট কেবলমাত্র তানজানিয়ার উত্তরাঞ্চলেই পাওয়া যায়। প্রসাধনী তৈরিতে এটি ব্যাপক জনপ্রিয়। তানজানাইট বিশ্বের বিরলতম পাথরগুলোর একটি। স্থানীয় একজন ভূতাত্ত্বিকের মতে, আগামী ২০ বছরে তানজানিয়ায় শেষ হয়ে যেতে পারে পাথরটির সব খনি। মূল্যবান তানজানাইট অনেক রঙের হয়ে থাকে।এর মধ্যে রয়েছে, সবুজ, লাল, বেগুনি ও নীল।রঙের উপর ভিত্তি করেও এই পাথরের মূল্যে হেরফের হয়। কোনো পাথরের রঙ যত নির্মল, দামও তত বেশি।
লাইজারের প্রাপ্ত পাথর দুটির ওজন ছিল যথাক্রমে ৯.২ কেজি ও ৫.৮ কেজি। তিনি গত সপ্তাহেই পাথরগুলো খুঁজে পান। তবে বিক্রি করেন এ সপ্তাহে। এর আগে সবচেয়ে বড় প্রাপ্ত তানজানাইট পাথরের ওজন ছিল ৩ কেজি। বিশাল ওজনের পাথর পাওয়ায় লাইজারকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি। তিনি বলেন, এটাই ছোট-পরিসরের খননকারীদের লাভ, আর এ থেকে প্রমাণিত হয় যে, তানজানিয়া সমৃদ্ধ।
৫২ বছর বয়সী লাইজারের স্ত্রী সংখ্যা চার জন। তিনি ৩০ সন্তানের জনক। লাইজার জানান, নিজের প্রাপ্তি উদযাপনে নিজের গরু জবাই করবেন তিনি। এছাড়া, নিজের এলাকায় একটি শপিং মল ও স্কুল প্রতিষ্ঠা করবেন।