সনুর সঙ্গে কুখ্যাত ডন সালেমের সম্পর্ক ছিল: দিব্যা

0

লোকসমাজ ডেস্ক॥ ‘সনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগাযোগ ছিল’, বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রী তথা নবাগতা পরিচালক দিব্যা কুমার খোসলার, যিনি টি-সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী।
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই সনু নিগম এবং টি-সিরিজ ইস্যু নিয়ে সরগরম নেটদুনিয়া।
‘টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার মিউজিক ইন্ডাস্ট্রির মাফিয়া’, সনুর মন্তব্যে এই ইঙ্গিত পাওয়ার পর থেকে সংগীত জগতের একের পর এক তারকা- মোনালি ঠাকুর, আদনান শামি সরব হয়েছেন বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে।
এবার সনুর মন্তব্যের প্রেক্ষিতেই বিস্ফোরক অভিযোগ আনলেন ভূষণ কুমারের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী দিব্যা কুমার খোসলা।
কেন আবু সালেমের সঙ্গে সনুর যোগযোগের কথা বললেন দিব্যা? ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী-পরিচালক।
ভূষণ-ঘরণির অভিযোগ, গুলশন কুমারের মৃত্যুর পর তার স্বামী ভূষণের কাঁধে সব দায়িত্ব এসে পড়ে প্রযোজনা সংস্থার। সে সময়ে ভূষণ যথেষ্ট অনভিজ্ঞ ছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। তখনই সংস্থার কর্ণধার হিসেবে একটা বিপদে পড়ে তিনি একটা সাহায্য চাইতে গিয়েছিলেন সনু নিগমের কাছে। ভূষণের আরজি ছিল, আবু সালেমের থেকে তাকে ও তার সংস্থাকে যেন তিনি রক্ষা করেন। সেটাকেই এখন হাতিয়ার করছেন সনু নিগম।
এর পাশাপাশি দিব্যা সনুকে প্রশ্ন ছুঁড়েছেন যে, কেন ভূষণকে আপনার কাছে যেতে হয়েছিল, আবু সালেমের থেকে বাঁচতে? সনু নিগমের সঙ্গে কি তাহলে আবু সালেমের সম্পর্ক ছিল? তদন্ত হোক। হ্যাঁ, আমি বলছি সনু নিগম-আবু সালেমের সম্পর্ক ছিল। তাই ভূষণজি ওর কাছে গিয়েছিল।
ওই একই ভিডিওতে সনুকে ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ করেন দিব্যা খোসলা কুমার। তিনি বলেন, সনু নিগম দিল্লির রামলীলা ময়দানে ৫ টাকার বিনিময়ে গান গাইতেন। তার প্রতিভার কথা জানতে পেরে সনুজিকে মর্যাদা দিয়েছিলেন টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমার। তখন সনু নিগমের বয়স ছিল মাত্র ১৮ বছর। আজ সনু নিগম কি সবকিছু ভুলে গিয়েছেন?