ভারতের কয়লা ব্যবহারের প্রবৃদ্ধিতে ভাটা

0

লোকসমাজ ডেস্ক॥ গত বছর বিশ্বজুড়ে কয়লার ব্যবহার কমে এসেছে। তবে ব্যতিক্রম ভারত। দেশটিতে জ্বালানি পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার দিন দিন বাড়ছে। তবে বাড়তির দিকে থাকলেও বিদায়ী বছরে ভারতে কয়লা ব্যবহারে প্রবৃদ্ধির গতিতে ভাটার টান পড়েছে। ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) বার্ষিক এনার্জি আউটলুকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।বিপি এনার্জি আউটলুকে বলা হয়েছে, ২০১৯ সালে কয়লার বৈশ্বিক ব্যবহার আগের বছরের তুলনায় দশমিক ৬ শতাংশ কমে এসেছে। এর মধ্য দিয়ে গত ছয় বছরের মধ্যে চার বছরই জ্বালানি পণ্যটির বৈশ্বিক ব্যবহার কমতির দিকে রয়েছে।
তবে বিশ্বজুড়ে কমলেও ব্যতিক্রম ভারত। দেশটি কয়লার অন্যতম শীর্ষ ভোক্তা। বছর বছর ভারতে জ্বালানি পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার বাড়ছে। তবে গত বছর দেশটিতে কয়লার অভ্যন্তরীণ ব্যবহার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশমিক ৩ শতাংশে। বিপি এনার্জি আউটলুকের তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর এটাই ভারতে কয়লার অভ্যন্তরীণ ব্যবহারে সর্বনিম্ন প্রবৃদ্ধি।
নভেল করোনাভাইরাস মহামারীর জেরে ভারতের কয়লা খাত এখন চরম চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলায় কয়লা উত্তোলন ও বিক্রিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ উঠিয়ে নিয়েছে দেশটি। এখন থেকে দেশটির ৪১টি বেসরকারি খনি নিজ উদ্যোগে কয়লা বিক্রির নিলাম আয়োজন করতে পারবে।