চীনে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ১০% প্রবৃদ্ধি

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) চীনের খনিগুলো থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। তবে এর মধ্যে শুধু মে মাসেই জ্বালানি পণ্যটির উত্তোলন প্রায় ১৩ শতাংশ বেড়েছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
এনবিএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মে সময়ে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৭ হাজার ৮৮০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ।
এর মধ্যে মে মাসটি চরম চাঙ্গা ভাবের মধ্য দিয়ে পার করেছে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন খাত। এ সময় দেশটিতে সব মিলিয়ে ১ হাজার ৫৯০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ বেশি। গত মাসে চীনের খনিগুলো থেকে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন দাঁড়িয়েছে ৫১ কোটি ঘনমিটারে।
এদিকে সর্বশেষ মে মাসে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৭৮ লাখ ৪০ হাজার টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছেন বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।