করোনায় কাজ করছে ‘ফুগাকু’

0

লোকসমাজ ডেস্ক॥ সারাবিশ্বের বিজ্ঞানীরা যখন করোনার প্রতিষেধক আবিস্কার করতে হিমশিম খাচ্ছেন তখন বসে নেই বিশ্বের দ্রুততম কম্পিউটার ‘ফুগাকু’। করোনার জেনেটিক মিউটেশন বিশ্লেষণে নেমেছে কম্পিউটারটি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইবিএম সুপারকম্পিউটার সামিটের আগে চারবার সুপারকম্পিউটারের ‘টপ৫০০’ তালিকায় শীর্ষস্থান দখল করেছে। জাপানের ফুগাকু সুপারকম্পিউটার সামিটের চেয়ে প্রতি সেকেন্ডে ২.৮ গুণ বেশি গণনা করতে সক্ষম।
ফুগাকুর জয়ে সুপার কম্পিউটারের দৌঁড়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ১১ বছরের আধিপত্য ভেঙে শীর্ষস্থানে উঠেছে জাপান। ইতোমধ্যেই সুপারকম্পিউটারটিকে করোনাভাইরাস মোকাবেলার কাজে লাগিয়েছে জাপান। অফিসে বিভাজন দেয়া থাকলে বা পরিপূর্ণ ট্রেনের জানালা খোলা থাকলে ভাইরাস কতটা ছড়ায় তা অনুকরণ করে দেখাবে ফুগাকু।সামনের বছর সুপারকম্পিউটারটি পুরোপুরি কার্যকর হলে করোনাভাইরাসের জন্য কার্যকর চিকিৎসা বের করতে অনুসন্ধানগুলোকে সহজ করে দেবে।