শার্শায় পুলিশ সদস্যসহ ৪ জন করোনা আক্রান্ত

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে শার্শায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জন। আক্রান্তদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশনের এক পুলিশ সদস্যসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।