যশোরে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানবন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে প্রেসকাব যশোরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার প থেকে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এসময় বক্তারা বলেন,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮ ও ২০১৯ সালের ডেক্স ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বারংবার একাধিক স্থানে বিকৃতির বিষয়টির প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আদালতের নির্দেশে শিা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায় এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যবিপ্রবি উপাচার্যসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট। জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেন হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশনার ছয় মাসের বেশি সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজ এ মানববন্ধনের করে যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধনে মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার সভাপতি ইসমে আজম শুভ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্তর দে শুভ, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান, আহমেদ নিলয়, সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান, যবিপ্রবির ছাত্রলীগ নেতা এইচ এম মারুফ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।