চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মতিয়ার রহমানের ইন্তিকাল

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ শেখ মতিয়ার রহমান ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু খুলনার কোন হাসপাতালে তাকে ভর্তি করাতে না পেরে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার বেশি অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসার আগেই দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শেখ মতিয়ার রহমান এলাকার বহু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ নির্মাণে অর্থ সহায়তা করেছেন। এছাড়াও অনেক অসহায়, দরিদ্র মানুষকেও তিনি সাহায্য করেছেন। তিনি দীর্ঘদিন চুকনগর বাসস্ট্যান্ড বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই মসজিদ কমিটির উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদআসর চুকনগর ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকালে জন্মস্থান ডুমুরিয়া উপজেলার আরশনগরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।