পাইকগাছায় বিএনপি নেতা আব্দুল মতিনের ইন্তিকাল

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মতিন (৫৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের কিছুক্ষণ পর তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তিনি মঠবাটী গ্রামের মরহুম কওসার আলী সরদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, আশরাফুল ইসলাম নান্নু, ডা. আব্দুল মজিদ, মাওলানা আ.খ.ম. তমিজ উদ্দীন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, শাহাদাৎ হোসেন ডাবলু, এস.এম এনামুল হক, মাওলানা আমিনুল ইসলাম, মোর্তজা জামান আলমগীর রুলু, ইলিয়াস হোসেন, অ্যাড. আবুল কালাম আজাদসহ অনেকে।