পাইকগাছায় রাস্তার বেহাল অবস্থা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কালুয়া-চৌহমুনি বাজার পর্যন্ত রাস্তার এখন বেহাল দশা। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় পাঁচ কিলোমিটার এ রাস্তাটি ইটের সলিং দেয়া। এখন রাস্তাটি আর চেনার উপায় নেই। একটু বৃষ্টি হলেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে গড়ইখালী, পাতড়াবুনিয়া, হাতিয়াডাঙ্গাসহ চাঁদখালী ইউনিয়নের ৬টি গ্রামের মানুষ চলাচল করে। চলতি বর্ষা মৌসুমে এ রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে যানবাহন চলাচল একদম বন্ধ হয়ে যায়। তখন পায়ে হেঁটে সাধারণ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।