ঝিকরগাছায় এএসআইসহ ৩ জন করোনা শনাক্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় পুলিশের এএসআইসহ নতুন করে আরও তিনজনের করোনা পরীা পজিটিভ এসেছে। নতুন এই ৩ জনসহ উপজেলায় মোট ২২ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশিদুল আলম জানান, বুধবার উপজেলায় তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, ঝিকরগাছা থানার এএসআই হেলালুজ্জামান (৪৫), পৌর সদরের পুরন্দপুর গ্রামের আশিকুল হক (২২) ও সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের সবুজ হোসেন (২৪)। এ নিয়ে উপজেলায় মোট ২২ জন করোনা শনাক্ত হলেন। তবে ইতিমধ্যে ১২ জন সুস্থ হয়েছেন।