চৌগাছা পৌরসভার নিজস্ব জমিতে ময়লা ফেলা কার্যক্রম উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভার নিজস্ব অর্থায়নে কেনা জমিতে ময়লা ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল এ কার্যক্রমের উদ্বোধন করেন।
‘যশোর উন্নয়নের রুপকার’ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের হাতে গড়া চৌগাছা পৌরসভা। খুব অল্পদিনেই জনগণের সেবাদান প্রতিষ্ঠান হিসেবে বেশ পরিচিতি পায় এই পৌরসভা। ২০০৪ সালে প্রতিষ্ঠার কিছু দিন যেতে না যেতেই পৌরসভার নিজস্ব ভবন তৈরি হয়। কিন্তু পৌরসভার নিজস্ব কোন জায়গা ছিল না। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কপোতাক্ষ নদের পাড়ে পৌর এলাকার সব ময়লা স্তুপ করতো। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জিওয়লগাড়ী মৌজায় ১২৩ শতাংশ জমি পৌরসভার অর্থায়নে কেনা হয়। এই জমি ময়লা ফেলার জন্য এতদিন প্রস্তুত হচ্ছিল। বুধবার সকালে মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল এই জমিতে ময়লা ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্যানেল মেয়র সাহিদুল ইসলাম ও মো. শাহিন, কাউন্সিলর হাচানুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, আনিছুর রহমান, আব্দুর রহমান, সচিব গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী মজিবর রহমান, সার্ভেয়ার সুলতান মাহমুদস প্রমুখ উপস্থিত ছিলেন।