মোংলায় প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন ইসলামী ব্যাংকের মোংলা শাখার কর্মকর্তা। অপর দু জনের মধ্যে একজন উপজেলার সোনাইলতলা এবং অপরজন সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার আক্রান্তদের পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে শারীরিক নানা উপসর্গ দেখা দিলে গত ২২ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আক্রান্তদের পজিটিভ রিপোর্ট আসে। ডা. জীবিতেষ বিশ্বাস আরও বলেন, করোনায় আক্রান্তরা বর্তমানে তাদের বাড়িতে আইসোলেশনে আছেন। এদিকে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশ এলাকায় লকডাউন করা হয়েছে।