মহেশপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। মহেশপুর থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত বদরউদ্দিন মন্ডলের ছেলে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক (৩৫) কে আটক করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, তার বিরুদ্ধে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগর ও কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।