করোনায় দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার বেলাল হোসেন (৫৩) ঢাকায় মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। এ নিয়ে অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনজন। মরহুম বেলাল হোসেন অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে এবং নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি আসলাম হোসেনের ছোট ভাই। মৃত বেলাল হোসেনের বড় ভাই আসলাম হোসেন জানান, বেলাল দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত ১৮ জুন খুলনা সিটি মেডিকেলে কিডনি ডায়ালাইসিস করার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ২১ জুন রবিবার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা করোনা ইউনিটের আইসিইউতে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। বুধবার রাতে উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে তিনি নিশ্চিত করেন। সাংবাদিক ও সাবেক কৃতি ফুটবলার বেলাল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল। নওয়াপাড়া প্রেস কাবের পক্ষ থেকেও অনুরূপ বিবৃতি প্রদান করা হয়েছে।