শার্শায় সাড়ে ৭২ কেজি সোনা চোরাচালানে জড়িত এক জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ দুই বছর আগে যশোরের শার্শায় চোরাচালানের সাড়ে ৭২ কেজি সোনা উদ্ধারের মামলায় মজিবর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে সিআইডি পুলিশ। গত মঙ্গলবার তাকে যশোর শহর থেকে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের ছেপতার আলীর ছেলে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে শার্শার নারকেলবাড়িয়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা সাড়ে ৭২ কেজি সোনাসহ দুজন পাচারকারীকে আটক করেন। এ ঘটনায় আটক দুজনসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করে বিজিবি। তদন্ত সংস্থা সিআইডি এ ঘটনার সাথে জড়িত মজিবরকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।