কৃষি সম্প্রসারণে নিয়োগ বৈষম্য ও অনিয়মের অভিযোগে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কর্মকর্তা পদে যশোরের নিয়োগ বঞ্চিতরা গতকাল বুধবার প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। নিয়োগে ব্যাপক বৈষম্য, অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, ওই নিয়োগে প্রাথমিকভাবে ১৬৫০ জনকে নির্বাচিত করা হয়। যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা কোটাসহ সরকার প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটাবিধি অনুসরণ করার উল্লেখ থাকলেও সেটি অনুসরণ করা হয়নি। এই নিয়োগে অনেক জেলা তার প্রাপ্য কোটার ১৫ ভাগের এক ভাগও পায়নি। যেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কোটায় ৩৩ জন নিয়োগ পাওয়ার কথা থাকলে প্রতিবন্ধী কোটা বাদে জেলা কোটায় ৫২ জন নিয়োগ পায়। আবার রংপুর জেলা কোটায় ৩৪ জন নিয়োগ পাওয়ার কথা থাকলেও মাত্র দুই জন নিয়োগ পায়। এছাড়া প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় কুড়িগ্রাম জেলার একজন মেধাবী প্রার্থীর নাম নির্বাচিত তালিকায় না থাকায় তিনি আত্মহত্যা করেন। নিয়োগ কার্যক্রমের ওপর হাইকোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে স্থগিত আদেশ প্রদানের পাশাপাশি রুল জারি করেন। কিন্তু তারা এর জবাব না দিয়ে সুপ্রিমকোর্টে আপিল করে। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কৃষি সম্প্রসারণকে রুলের জবাব দিতে বললেও তারা জবাব দেয়নি। এমতাবস্থায় তারা নিয়োগের ফলাফল বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে প্যানেল আকারে নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন- জেলার নিয়োগ বঞ্চিত প্রার্থী, এমদাদুল হক, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান, আবু শাহীন, বিল্লাল হোসেন প্রমুখ। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।