হাসপাতালের সাবেক পরিচালকসহ মাগুরায় আরও ১০ জনের করোনা শনাক্ত

0

মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় গত ২৪ ঘণ্টার রিপোর্টে ২৫০ শয্যা হাসপাতালের সাবেক পরিচালকসহ আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আট জন, মহম্মদপুর ও শালিখায় একজন করে রয়েছেন। সদরে আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যা হাসপাতালের সাবেক পরিচালক ছাড়াও রয়েছেন– দুজন স্বাস্থ্যকর্মী, জেলা ও দায়রা জজের পরিবারের এক সদস্য। তিনি আরও জানান, মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেডজোন হিসেবে চিহ্নিত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। এক হাজার মানুষের বসবাসের এই দুই পাড়ায় এখন ছয় জন করোনা রোগী রয়েছেন।